চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার পতেঙ্গার ইনকনট্রেড কনটেইনার ডিপোতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করলেও কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড নামে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে একটি গাড়ির গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সে সময় সেখানে বিস্ফোরণে ঘটলে তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাও জানা যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে