নতুন করে পাবজিসহ আরও ১১৮টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। আজ বুধবার দেশটির কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ আদেশ জারি করে। প্যাংগং লেকের কাছে নতুন করে উত্তেজনার মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপটির উপরও নিষেধাজ্ঞা দিল মোদি সরকার। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক’।
এই পদক্ষেপের ফলে কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ সুরক্ষিত হবে বলে মনে করে ভারত সরকার।
এর আগে লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ২৯ জুন টিকটক, শেয়ার ইট-সহ ৫৯টি চাইনিজ অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।
তার কিছুদিন পরে ওই অ্যাপগুলোর সহযোগী আরও ৪৯টি বাতিল করা হয়েছিল। এ নিয়ে সবমিলিয়ে ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে।
আন্তর্জাতিক