সম্পৃক্ততা না থাকায় যুবলীগ নেতা জাহাঙ্গীরকে ছেড়ে দিয়েছে র‌্যাব

যুবলীগ নেতা জাহাঙ্গীর
র‌্যাবের ব্রিফিং বায়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর ডানে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানমকে হামলার ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ছিল র‌্যাব। তাদের মধ্যে তিনজন ঘটনার দায় স্বীকার করায় গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রপুরে র‌্যাবের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের কোনো সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন, যুবলীগের সদস্য আসাদুল, সান্টু চন্দ্র দাস ও নবিরুল ইসলাম। র‌্যাব জানিয়েছে, সান্টু চন্দ্র দাস ও নবিরুল ইসলাম দুইজনেই রং মিস্ত্রি।

এদিকে র‌্যার দুই যুবলীগ নেতাকে আটকের পর কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য আসাদুল ইসলাম। শুক্রবার বিকালে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ তথ্য নিশ্চিত করেছেন

সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, আসাদুল ঘটনার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে। আসাদুল জানিয়েছে, ইউএনও বাসায় তারা চুরি করতে গেছে। তবে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, এটা তাদের বক্তব্য নয়। এখন পর্যন্ত বক্তব্য দেয়ার মতো কোনো পর্যায়ে পৌঁছাইনি।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে