ইসরায়েলের জন্য আকাশসীমা উন্মুক্ত করল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

আকাশসীমা উন্মুক্ত

ইসরায়েল-আমিরাতের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে বাহরাইন। আমিরাতের অনুরোধে বাহরাইন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মিডলইস্ট মনিটর। সম্প্রতি বাইরাইন সফর করেছে মার্কিন প্রতিনিধি দলও।

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্রের মাধ্যমে দেশটির সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সমস্ত বিমানকে বাহরাইন তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেবে।

এর আগে বুধবার সৌদি আরবের বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল অভিমুখী সমস্ত বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

গত ১৩ আগস্ট ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। এরপর গত সোমবার একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায়। এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে