তুরস্কের পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার তাদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদফতর।
ইপেক্যোলু জেলায় একটি মিনিবাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যরা হলেন- আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত ও মিয়ানমারের দুজন নাগরিক।
আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে।
২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।
সূত্র : আনাদোলু