করোনা : বিশ্বব্যাপী এক কোটি ৯৩ লাখের বেশি মানুষ সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

করোনা থেকে সুস্থ
ছবি : ইন্টারনেট

বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮৫৮ জন সুস্থ হয়ে ওঠেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে ৮ লাখ ৮৭ হাজার ৫৪৯ জন রোগী মারা গেছে। শনাক্ত হয়েছে দুই কোটি ৭২ লাখের বেশি মানুষ।

তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ৩০ হাজার ১৭৯ চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯৬২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৩৭ লাখ ২৫ হাজার ৯৭০ জন, ব্রাজিলে ৩৩ লাখ ১৭ হাজার ২২৭, ভারতে ৩২ লাখ ৪৭ হাজার ২৯৭, রাশিয়ায় আট লাখ ৪০ হাজার ৯৪৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬৩ হাজার ৮৯১ জন।

পেরুতে পাঁচ লাখ ১৫ হাজার ৩৯ জন, কলোম্বিয়ায় পাঁচ লাখ ১৮ হাজার ২২৯, মেক্সিকোতে চার লাখ ৪২ হাজার ২৬৮, চিলিতে তিন লাখ ৯৪ হাজার ৩৯৯, ইরানে তিন লাখ ৩৩ হাজার ৯০০, সৌদি আরবে দুই লাখ ৯৬ হাজার ৭৩৭, পাকিস্তানে দুই লাখ ৮৫ হাজার ৮৯৮, তুরস্কে দুই লাখ ৫১ হাজার ১০৫ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২০৮ জন, ইতালিতে দুই লাখ ১০ হাজার ১৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৬ হাজার ৯৯৮, কানাডায় এক লাখ ১৬ হাজার ৩৫৭, ফ্রান্সে ৮৭ হাজার ৪৪৭ জন, ওমানে ৮২ হাজার ৪০৬ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩২০ জন।

এ ছাড়া কুয়েতে ৭৯ হাজার ৯০৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৩ হাজার ৬৫২, সিঙ্গাপুরে ৫৬ হাজার ২৬৭, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ১৪৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৩৩০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১১৩ ও বাংলাদেশে দুই লাখ ২১ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে ওঠেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে