প্রতিবন্ধকতা

মোহাম্মদ সজিবুল হুদা

মোহাম্মদ সজিবুল হুদা
মোহাম্মদ সজিবুল হুদা। ফাইল ছবি
জীবন নামের সারথিটা আজ ছন্দহীন
হতাশার ক্যান্সারের তীব্র যন্ত্রণায়
ক্ষত-বিক্ষত হৃদয়ের;
প্রদাহ শুকাতে আজ কার্যকারিতাহীন
বিশ্বে আবিষ্কৃত সব মেডিসিন।
রঙিন স্বপ্নগুলো পূরণের আশায়
গন্তব্যহীন ঘুরছি নিষ্ঠুর ঢাকায়।
পদে পদে হাজির বহু প্রতিবন্ধকতা
ভালোবাসা নেই, আছে স্বার্থপরতা।
চারপাশে রক্তচুষারা বিচরণ করে
চোখের পাতায় সদা; আতঙ্ক কড়া নাড়ে।
ভাগ্য আমায় নিয়ে অবিরাম করে খেলা
প্রতিক্ষণ করে চলি দুর্যোগ মোকাবেলা।
বিশ্বাসের মন্দিরে দেখা দিছে ফাটল
আসলের মোড়কে দেখি আজ সবই নকল।
দুঃশ্চিন্তার ভূতগলো সদা করে তাড়া
শৈশবের স্মৃতিগুলো দেয় আমায় পীড়া।
এদিক সেদিক শুধু করি ঘুরাঘুরি
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে যদি পারি।
একাকীত্বের বেদনাকে আজ করি উপভোগ
দুঃখের সাগরে তবুও খুঁজি একরাশ সুখ।

লেখকঃ সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে