সংসদের মুলতবি অধিবেশন শুরু, বিটিআরসির প্রতিবেদন উত্থাপন

মত ও পথ প্রতিবেদক

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলীয় সদস্যরা উপস্থিত আছেন।

universel cardiac hospital

অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও জরুরি  জনগুরুত্বপূর্ণ নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পরে আইন প্রণয়ন কার্যক্রম শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিল পাসের কথা রয়েছে। এছাড়া অনির্ধারিত আলোচনা হতে পারে।

গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে