বৈরুতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বৈরুত

ভয়াবহ বিস্ফোরণের এক মাস না যেতেই লেবাননের রাজধানী বৈরুতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৈরুতের বন্দর এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এই আগুন লাগে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী বলছে, বৈরুত বন্দরের পোর্ট ডিউটি প্রি জোনের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ‍গুদামে তেল ও গাড়ির টায়ার মজুদ ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইতোমধ্যে সেনাবাহিনীর বেশকয়েকটি হেলিকপ্টার আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করেছে। ওই এলাকার আশেপাশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অফিস ত্যাগ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৯১ জনের প্রাণহানি হয়। বন্দরের কাছে মজুদ রাখা অ্যামিনিয়াম থেকে ওই আগুনের ঘটনার কথা বলা হলেও তার পেছনে নাশকতার হাত থাকতে পারে বলেও অভিযোগ ওঠে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে