ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স৷ সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেট হারিয়ে চতুর্থবার সিপিএল চ্যাম্পিয়ন হল টিকেআর৷
বৃহস্পতিবার ফাইনালে ১৫৫ রানের লক্ষ্য নির্ধারিত হওয়ার পরে, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) সেন্ট লুসিয়া জুকসকে হেলায় হারিয়ে খেতাব জিতে নেয় শাহরুখের দল৷ প্রথমে ১৫৪ রানে জুকসকে অল-আউট করে দেয় টিকেআর বোলাররা৷ রান তাড়া করতে নেমে লেন্ডেল সিমন্স (৮৪ *) এবং ড্যারেন ব্রাভো (৫৮ *) অপরাজিত হাফসেঞ্চুরি করেন৷ তৃতীয় উইকেটে ওদের ১৩৮ রানের অবিভক্ত পার্টনারশিপ শাহরুখের দলকে সহজেই খেতাব এনে দেয়৷
এর আগে অধিনায়ক কাইরন পোলার্ড টিকেআর-র বোলারদের বেছে নিয়েছিলেন৷ আলি খান ও ফাওয়াদ আহমেদ দু’টি উইকেট শিকার করে চার জনকে বরখাস্ত করে৷ জুকসের হয়ে আন্ড্রে ফ্লেচার সর্বাধিক রান সংগ্রহকারী৷ ২৭টি ডেলিভারিতে ৩৯ রান করেছিলেন তিনি৷ তবে চোটের কারণে অল-রাউন্ডার সুনীল নারিনের সেবা উপভোগ করেনি টিকেআর৷
এর আগে তিনবার সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন টিকেআর৷ ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ জিতেছিল ত্রিনবাগো নাইটরাইডার্স৷ তবে এবারই প্রথম অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল কিং খানের দল৷ প্রথমে লিগে ১০টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল টিকেআর৷
মঙ্গলবার জামাইকা তালাওয়াহাকে ৯ উইকেটে হারিয়ে ক্যারিবয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) ফাইনালে উঠে নাইট রাইডার্স৷ প্রথম প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স৷ ১০৮ রান তাড়া করতে নেমে লিন্ডল সিমন্স এবং টিওন ওয়েবস্টার ত্রিবাগো নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ সিমন্স ও ওয়েবস্টার যথাক্রমে ৫৪ এবং ৪৪ রানে অপরাজিত থাকেন৷ ত্রিনবাগো নাইট রাইডার্স ৩০ বল বাকি থাকতেই ন’ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল৷আর ফাইনালে সিমন্স ও ব্র্যাভোর ব্যাট খেতাব জিতল টিকেআর৷