বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা আয়নাল হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

বড়াইগ্রাম প্রতিনিধি

আদালত
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আয়নাল হক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকির আদালত সোমবার সকালে এ রায় দেন।

universel cardiac hospital

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো-তোরাব আলী ও শামীম। তোরাব আলী একই উপজেলার বাহাউদ্দিন মোল্লার ছেলে। শামীমের বাবার নাম পলান মোল্লা। গ্রাম মহিষভাঙ্গা।

মামলায় মোট আসামি ছিলেন ১৭ জন। অপরাধ প্রমাণ না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমসহ ৪ আসামি ইতিমধ্যে মারা গেছেন। দণ্ডিতরা এই মামলার ৪ ও ৬ নম্বর আসামি।

২০০২ সালের ২৯ মার্চ সন্ত্রাসীরা মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আয়নাল হককে হত্যা করে সন্ত্রাসীরা। আয়নাল হক বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের বাবা। এ ঘটনায় তার পূত্রবধূ নাজমা রহমান বাদী হয়ে মামলা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে