করোনা : ভারতে একদিনে আরও ১০৫৩ প্রাণহানি, শনাক্ত ৭৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ
ছবি : ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে।

এই সময়ে আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর এ দেশটিতে আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ। করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগে থেকেই দ্বিতীয় স্থানে ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে।

২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

সুস্থ ও মৃত্যু বাদ দিলে ভারতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৮৬১ জন, যা মোট আক্রান্তের ১৭.৫৪ শতাংশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে