টাইগার পেসার আবু জায়েদ রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফর সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য যে ২৭ জন ক্রিকেটারকে ডেকেছে তিনি তাদের মধ্যে একজন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গতকাল (মঙ্গলবার) করোনা পরীক্ষার জন্য ২৭ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে। বুধবার প্রকাশিত হয়ে রিপোর্ট। ২৭ ক্রিকেটারের মধ্যে রাহি ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, পেসার আবু জায়েদ রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। নিয়মানুযায়ী পরবর্তীতে আবার তার করোনা পরীক্ষা করা হবে।
এর আগে টাইগার ওপেনার সাইফ হাসান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন সুস্থ। সাইফের সাথে একই সঙ্গে করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ট্রেনার নিক লি। তিনিও সুস্থ হয়ে উঠেছেন।