মাঠে ফিরতে মুখিয়ে আছেন জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম
বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। ফাইল ছবি

করোনা প্রাদুর্ভাবে স্থবির ক্রিকেট বিশ্বের অলস ক্রিকেটারদেরই একজন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। কারণ নিকট ভবিষ্যতে নেই কোনো টুর্নামেন্ট। তবুও প্রতিদিনই নিজেকে প্রস্তুত করছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মুখিয়ে আছেন বাইশ গজের লড়াইয়ে নামতে। বাস্তবতা মেনেই দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে, মাঠে নারীদের খেলা ফেরানো। আর আবারো আইপিএলে ডাক পেলে, আরো একবার চেনাতে চান নিজের জাত।

নারী আইপিএলের ফাইনালে ইংলিশ ক্রিকেটার নাটালি সায়ভারের উইকেটটি উপড়ে ফেলানো- এই দৃশ্যটা মনে আছে তো? জাহানারা আলমের যে ডেলিভারিটা, সেবার নির্বাচিত হয়েছিল ‘মোমেন্ট অব দ্য আইপিএল।’

টাইগার ক্রিকেটের পোস্টার বয় যদি হয় সাকিব আল হাসান তবে টাইগ্রেসদের নিশ্চিতরূপেই জাহানারা আলম। এশিয়া কাপের ফাইনালের সেই অমূল্য ২ রান কিংবা আইপিএলে চোখ ধাঁধানো পারফরমেন্স। সবকিছুই তাকে নিয়েছে অনন্য উচ্চতায়। ছেলেদের আইপিএলের পর নারী আইপিএল আয়োজনের পরিকল্পনাও সেরেছে বিসিসিআই। সেই তালিকায় আছেন এই পেসার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বলেন, ‘আইপিএলে খেলার স্বপ্ন ছিল। সেখানে যথেষ্ট ভালো করতে পেরেছি। স্বপ্ন আছে বিগব্যাশে খেলার। নিজের সেরাটা দিয়ে যেখানে সুযোগ পাব সেখানেই ভালো করার চেষ্টা করব।’

লঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকলেও দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। গেলো ১৯ জুলাই থেকে ছেলেদের পাশাপাশি নিয়মিত মাঠে ঘাম ঝরাচ্ছেন নারী ক্রিকেটাররাও। গেলো দুই মাসে ফিটনেস আর টেকনিকে নিজের উন্নতিতে মুগ্ধ জাহানারা।

জাহানারা আলম আরো বলেন, ‘পেস বোলার হিসেবে ফিটনেসটা ধরে রাখা জরুরি। নিজেকে ধরে রাখতে সব ধরণের নিয়ম-কানুন মেনে চলছি।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে