ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৫৭০ জন।
এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ১৪১ জনের। এ নিয়ে মোট ৯২ হাজার ২৯০ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১ হাজার ১৭৭ জন এবং মোট সুস্থ ৪৭ লাখ ৬ হাজার ১৬৪।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ২৭৩ ও ৬৬ হাজার ৩৩৮।
গত দেড় মাস ধরেই এ দুটি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
ভারতে করোনা আক্রান্ত ৫৮ লাখ ছাড়িয়েছে। বিশ্বের আক্রান্তের তালিকায় প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৯ লাখ ৭৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৬ লক্ষ ৫৭ হাজার।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন এক হাজার ১৪১ জন। এ নিয়ে মোট ৯২ হাজার ২৯০ জনের প্রাণহানি হয়েছে।
এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ৩৪ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৮ হাজার ৩৩১।
অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৫৫৮ জনের। উত্তরপ্রদেশ ও দিল্লিতে মোট মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়ে বাড়ছে।
পশ্চিমবঙ্গ (৪,৬০৬), গুজরাট (৩,৩৮১), পাঞ্জাব (৩,০৬৬) ও মধ্যপ্রদেশ (২,১২২) মৃত্যু তালিকায় ওপরের দিকে রয়েছে।
রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়ে গেছে। এর পর তালিকায় রয়েছে বিহার, উড়িষ্যা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, আসাম, কেরালা, উত্তরাখণ্ড, পুদুচেরী, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলো।
সূত্র : এনডিটিভি