ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৮ হাজারের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে।
এতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই করছে। খবর এনটিভির।
ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও এক হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জনে। মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে রোববার জানায়, এদিন আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারি হিসাবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকে দ্বিতীয় স্থানে ভারত।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেখা গেছে, নতুন আক্রান্তের ৭৫ শতাংশই দশটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের। সেগুলো হলো- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়।