কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

রাহুল গান্ধী (ফাইল ছবি)

পুলিশের বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুলকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি।

জানা যায়, বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

universel cardiac hospital

পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে রাহুলকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। রাহুল গান্ধীও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে