উয়েফার বর্ষসেরা লেওয়ানডোস্কি

ক্রীড়া প্রতিবেদক

লেওয়ানডোস্কি
লেওয়ানডোস্কি। ফাইল ছবি

২০১৯-২০ মৌসুমটি ছিল জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের। ক্লাবটির পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বিস্ময়কর পারফরম্যান্সে কেঁপেছে ফুটবলবিশ্ব।

যে কারণে এই দুই খেলোয়াড় ছিলেন এবারের উয়েফার বর্ষসেরা তালিকায় প্রথম ও দ্বিতীয় পছন্দ।

অবশেষে সতীর্থ নয়্যারকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি ঘরে তুললেন রবার্ট লেওয়ানডোস্কি। ইউরোপিয়ান ফুটবলের ২০১৯-২০ মৌসুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন তিনি।

আর তা হবারই কথা। গত মৌসুমে ৫৫ গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

এই গোল মেশিনের ওপর ভর করেই বুন্দেসলিগা, লিগ কাপ ডিএফবি পোকাল এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ট্রেবল নিশ্চিত করে বায়ার্ন।

বৃহস্পতিবার জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে লেওয়ানডোস্কিকে বিজয়ী ঘোষণা করা হয়।

বর্ষসেরার পুরস্কারে লেওয়ানডোস্কির প্রতিদ্বন্দী ছিলেণ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও নিজ ক্লাবের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

তবে ভোটাভুটিতে অন্য দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে ছিলেন লেওয়ানডস্কি। তিনি পেয়েছিলেন ৪৭৭ পয়েন্ট। যেখানে দ্বিতীয় হওয়া ডি ব্রুইন পেয়েছেন ৯০ ও তৃতীয় হওয়া নয়্যারের ঝুলিতে পড়েছে ৬৬টি ভোট পয়েন্ট।

প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্নের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি।

তথ্যসূত্র : গোল ডট কম

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে