করোনাকে খাটো করে দেখার মূল্য দিচ্ছেন ট্রাম্প : চীনা গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক করোনা সংক্রমণের ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে চীনা গণমাধ্যম। দেশটির গ্লোবাল টাইমসের এডিটর ইন চিফ হু জিজিন এক বিবৃতিতে বলেছেন, ‘করোনা ভাইরাসকে ‘খাটো করে দেখার মূল্য’ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী। এই মহামারীকে নিয়ে তিনি পৃথিবী ব্যাপী যে জুয়া খেলেছেন তার মূল্য দিচ্ছেন এখন।’ খবর দ্য গার্ডিয়ান।

হু জিজিন লিখেছেন, ‘ট্রাম্প দম্পতির সংক্রমণের এই খবর প্রমাণ করে যুক্তরাষ্ট্রে মহামারির পরিস্থিতি খুবই গুরুতর। ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে।’

universel cardiac hospital

বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিনে যাওয়ার পর পরীক্ষা করা হলে এই দম্পতির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। টুইটারে করোনা পজিটিভ পরীক্ষার ফল জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব’।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে