দীর্ঘ অপেক্ষার পর ব্যাট-বলের লড়াইয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট-বলের লড়াইয়ে টাইগাররা
ছবি : সংগৃহিত

স্কিল ক্যাম্পের অধীনে নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যার প্রথমটি মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হচ্ছে আজ। নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে খেলতে যাওয়া প্রথম দুই দিনের ম্যাচে আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তদের ওটিস গিবসন একাদশ।

দুই কোচের নামানুসারে সাজানো হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচের দল। ম্যাচটিতে ওটিস গিবসন একাদশকে প্রতিনিধিত্ব করছেন শান্ত। আর রায়ান কুক একাদশের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

universel cardiac hospital

প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বিশ্রামে থাকলেও ম্যাচের শুরুতে আজ ভিন্ন ভূমিকায় দেখা গেছে তামিমকে। ক্রিকেট ম্যাচে সাধারণত টস করে থাকেন ম্যাচ রেফারি। আজ দুই অধিনায়ক মুমিনুল ও শান্তকে নিয়ে এ ভূমিকা পালন করতে দেখা গেছে তামিমকে।

প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচে মুমিনুলের দলে রয়েছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলামদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে, শান্ত’র দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস ও মুস্তাফিজরা।

এক নজের প্রস্তুতি ম্যাচের দুই দলের একাদশ-

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।

রায়ান কুক একাদশ: ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আল-আমিন হোসেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে