আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান হামলা
আফগানিস্তানে তালেবান হামলা। ছবি : ইন্টারনেট

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনিখেল এলাকায় তালেবানদের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে শনিবার গাড়িবোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদের দায়ী করা হয়েছে। খবর এএফপি ও আলজাজিরার।

universel cardiac hospital

গনিখেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝাই গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশ কিছু সামরিক স্থাপনাও রয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, গাড়িবোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হযন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও দেশটির কর্তৃপক্ষ এ হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন। ওই এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আইএসের ব্যাপক উপস্থিতি রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে