২৭ অক্টোবর ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক

ব্লগার ওয়াশিকুর
ফাইল ছবি

ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন।

এ মামলার যুক্তিতর্ক শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে।

সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার গণমাধ্যমকে বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নৃশংসভাবে ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করেন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ২৭ অক্টোবর মামলার রায়ের তারিখ ঠিক করেছেন আদালত।

সালাউদ্দিন হাওলাদার বলেন, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, মামলায় পাঁচ আসামির মধ্যে তিনজন কারাগারে আছেন। তাদের আজ আদালতে হাজির করা হয়।

কারাগারে থাকা তিন আসামি হলেন জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান ও সাইফুল ইসলাম ওরফে মানসুর।

মামলার পলাতক দুই আসামি হলেন জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ।

এই হত্যা মামলায় ২০১৬ সালের ২০ জুলাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত হন ব্লগার ওয়াশিকুর। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলেন।

হত্যাকাণ্ডের কয়েক দিন আগে আসামি সাইফুলকে অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

হত্যাকাণ্ডের পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে