লাল পাসপোর্ট নিয়ে দেশে ফেরা হলো না স্পেন প্রবাসী মাসুকের

স্পেন প্রতিনিধি

মো. মাসুক আহমদ
মো. মাসুক আহমদ। ছবি : সংগৃহিত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মো. মাসুক আহমদ (৬০) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রিদের মনকোলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সদ্য প্রয়াত মো. মাসুক আহমদ বিগত ২০ বছর ধরে পরিবার নিয়ে মাদ্রিদে বসবাস করে আসছেন। সম্প্রতি ইউরোপিয়ান (স্প্যানিশ) পাসপোর্ট হাতে পেয়ে স্বজনদের সঙ্গে দেখা করার স্বপ্ন বুকে নিয়ে দেশে যাওয়ার  প্রহর গুনছিলেন।

কিন্তু মরণব্যাধি করোনা ভাইরাসের কাছে তার স্বপ্ন হার মানে। ২০ দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি স্পেনের মাদ্রিদে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ি সিলেট জেলার মোগলাবাজার থানার মোহাম্মদপুর গ্রামে।

এ নিয়ে করোনায় স্পেনে ৬ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে পুরো স্পেনে এক হাজারের ওপর প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবা নিজ গৃহে আইসোলেশনে আছেন।

এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৭ প্রবাসী বাংলাদেশি সংকাটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন বলে জানা গেছে।

স্পেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ মো. মাসুক আহমদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার মাদ্রিদের স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে