চলতি বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

করোনার ভ্যাকসিন
প্রতীকী ছবি

কোভিড-১৯ মহামারীর ভ্যাকসিন এ বছরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

মহামারী নিয়ে বিশ্ব সংস্থাটির নির্বাহী পর্ষদের দুদিনের বৈঠকের সমাপণী ভাষণে স্থানীয় সময় মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, ভ্যাকসিন আমাদের লাগবেই। এ বছরের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি, সেই আশা আছে।

করোনা ভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য হওয়ার পর সমানভাবে এর বিতরণ নিশ্চিত করতে গেব্রিয়েসুস সব দেশের নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

পরীক্ষা চলছে এমন ৯টি ভ্যাকসিন ডব্লিউএইচও পরিচালিত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ (সিওভিএএক্স) ফ্যাসিলিটির আওতায় আসার পথে আছে। সিওভিএএক্স-এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২শ’ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করা।

ডব্লিউএইচও প্রধান গেব্রিয়েসুস বলেন, উদ্ভাবনের পথে থাকা ভ্যাকসিন এবং অন্যান্য পণ্যের জন্য বিশেষত বিশ্বের নেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে ভ্যাকসিন সমানভাবে বিতরণের ক্ষেত্রে।

তিনি বলেন, এই মহামারীর বিরুদ্ধে লড়তে সর্বশক্তি কাজে লাগাতে হবে। এজন্য সবার মধ্যে একতা জরুরি। ভ্যাকসিন আবিষ্কারের পর এটি বিতরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

চীনের উহান থেকে করোনা ভাইরাসের উত্থান। এটি এ পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত এই মহামারীতে প্রায় ১০ লাখ ৫৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে