তিন দলের ওয়ানডে সিরিজের সূচি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ফাইল ছবি

ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটকে মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দলকে নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া তিন দলের স্কোয়াড এবং সময়সূচিও ঘোষণা করেছে বিসিবি।

জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

ক্রিকেটকে মাঠে ফেরাতে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিসিবির আরও একটি ধারাবাহিক উদ্যোগ। করোনার কারণে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের ক্রিকেট যায়।

টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার ভালো সুযোগ করে দিবে বলে আশা করা হচ্ছে।

তিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। তিনটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি

তারিখম্যাচভেন্যুসময়
১১ অক্টোবর, ২০২০মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশমিরপুরদুপুর দেড়টা
১৩ অক্টোবর, ২০২০মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশমিরপুরদুপুর দেড়টা
১৫ অক্টোবর, ২০২০নাজমুল একাদশ-তামিম একাদশমিরপুরদুপুর দেড়টা
১৭ অক্টোবর, ২০২০মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশমিরপুরদুপুর দেড়টা
১৯ অক্টোবর, ২০২০মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশমিরপুরদুপুর দেড়টা
২১ অক্টোবর, ২০২০নাজমুল একাদশ-তামিম একাদশমিরপুরদুপুর দেড়টা
২৩ অক্টোবর, ২০২০ফাইনালমিরপুরদুপুর দেড়টা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে