এশিয়ান নেশন্স কাপ দাবায় তৃতীয় স্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দাবা

এশিয়ান নেশন্স কাপ দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ মহিলা বিভাগে তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়ে চার দলের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছে। পুরো ছয় পয়েন্ট নিয়ে চার দল পয়েন্ট তালিকায় শীর্ষে ও চার পয়েন্ট করে নিয়ে নয় দল দ্বিতীয় স্থানে রয়েছে।

রোববার প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে হংকংকে হারায়। বাংলাদেশ দলের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম নিজ নিজ খেলায় জয়ী হন। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ১.৫-২.৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায়।

তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে শ্রীলংকার সঙ্গে ড্র করে।

৩১টি দেশ মহিলা বিভাগে অংশ নিচ্ছে। প্রথমে দুই বিভাগের খেলা নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। দুই বিভাগ থেকে শীর্ষস্থান পাওয়া আটটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে