তামিমদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশের জয়

ক্রীড়া প্রতিবেদক

তামিমদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশের জয়

বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ মঙ্গলবার তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। দুই ম্যাচ খেলে রিয়াদদের এটি প্রথম জয়। এর আগের ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে তারা ৪ উইকেটে হেরেছিল। অন্যদিকে, টুর্নামেন্টে তামিমদের এটি প্রথম ম্যাচ ছিল। আগামী ১৫ অক্টোবর নাজমুল একাদশের মুখোমুখি হবে তামিম একাদশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন তামিম একাদশের দেয়া ১০৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

universel cardiac hospital

দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন মুমিনুল হক। তামিম একাদশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি, তাইজুল ইসলাম ২টি ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।

মাহমুদউল্লাহ একাদশ ব্যাটিংয়ে নেমে দলীয় শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর ৩৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। ১৫তম ওভারে রিয়াদ ফিরে গেলে মুমিনুল ও সোহান জুটি বাঁধেন। তারা ৩৮ রানের পার্টনারশিপ করেন। দলীয় ৭৭ রানে মুমিনুল ফিরে গেলে সোহান ও সাব্বির রহমান দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রুবেল-সুমনদের বোলিং তোপে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় তামিম একাদশ। তারা ব্যাট করতে পারে পেরেছে ২৩.১ ওভার। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে কমিয়ে আনা হয়।

এদিন শুরুতেই ব্যক্তিগত ২ রানে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার তানজিদ হাসান ১৮ বলে ২৭ রান করে বিদায় নেন। ওয়ানডাউনে নেমে ২৫ রান করেন এনামুল হক বিজয়। পরের ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মধ্যে থাকেন। সবমিলিয়ে ১০৩ রানে গুটিয়ে যায় তারা।

মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেন ৫ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। ৫ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার সুমন খান। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৪.১ ওভারে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম। ম্যাচ সেরা হন রুবেল হোসেন।

টুর্নামেন্টে একটি দল আরেকটি দলের বিপক্ষে ২ বার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৫ উইকেটে জয়ী মাহমুদউল্লাহ একাদশ।

তামিম একাদশ: ১০৩ (২৩.১ ওভার)

(তামিম ২, তানজিদ ২৭, বিজয় ২৫, মিথুন ০, শাহাদাৎ ১, মোসাদ্দেক ৫, সাইফউদ্দিন ১২, মেহেদী হাসান ১৯, তাইজুল ১, শরিফুল ৪, মোস্তাফিজ ০*; ইবাদত ০/৩৬, রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, মিরাজ ২/২, আমিনুল ২/১৭)।

মাহমুদউল্লাহ একাদশ: ১০৬/৫ (২৭ ওভার)

(লিটন ০, নাঈম শেখ ০, মুমিনুল ৩৯, ইমরুল ০, মাহমুদউল্লাহ ১০, নুরুল ৪১, সাব্বির ৪; সাইফউদ্দিন ২/৮, মোস্তাফিজ ১/১৪, শরিফুল ০/২৮, মেহেদী হাসান ০/১৮, তাইজুল ২/২৭, মিনহাজুল ০/৫)।
ম্যাচ সেরা: রুবেল হোসেন

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে