নুরকে বয়কটের ডাক সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

নুরকে বয়কটের ডাক সাংবাদিকদের

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরকে নিয়ে কটূক্তি ও সোশ্যাল মিডিয়ায় এক সাংবাদিকের মোবাইল নম্বর ছড়িয়ে হুমকি দেয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকে বয়কটের ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা। এসময় তারা নুরকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান সাংবাদিকরা।

সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপিত ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য বলেন, আমি আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি একজন গণমাধ্যমকর্মী হিসেবে। যে গণমাধ্যম স্বাধীনতার স্বপক্ষে কাজ করে, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে সেই গণমাধ্যমকে নিয়ে কটূক্তি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধেই কটূক্তি।

সূর্য বলেন, নুরদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তা না হলে ডিজিটাল আইনে যার বিরুদ্ধে মামলা হয়েছে সে কীভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাহলে সরকারের প্রশাসনেও নুরদের মদতদাতা রয়েছে। এদের মুখোশও উন্মোচন করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নাগরিক টিভির বার্তা প্রধান দ্বীপ আজাদ বলেন, এ নুর কে? তার পরিচয় কি? আমরা যখন ডাকসু নির্বাচন কাভার করেছি, তখন আমরা তার পক্ষে ছিলাম, যখন তিনি ছাত্রলীগের দ্বারা নিগৃহীত ছিলেন আমরা তার পাশে দাঁড়িয়েছি, তখন আমরা তার পক্ষে ছিলাম। আর যখন তিনি ধর্ষণ মামলার আসামি সেটা প্রচার করতে গেলে গণমাধ্যম তার শত্রু।

তিনি বলেন, গণমাধ্যম যখন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নারীর অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলে তখন তিনি কাদের প্রেতাত্মা সেটা স্পষ্ট হয়ে যায়। যিনি নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলেন তিনি কি করে ছাত্রনেতা হন। আমরা আজ থেকে সব টেলিভিশন তাকে বয়কট করলাম।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি, এম এ কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এমএ জিহাদ, ডিইউজে সদস্য মানিক লাল ঘোষ, আব্দুর রাজ্জাক, সমীরণ রায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে