দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট

বায়ুদূষণ
ফাইল ছবি

দূষিত বাতাসের শহরের তালিকায় আবার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থা সবচেয়ে খারাপ বলে তথ্য এসেছে।

আজ সকাল ১০টা ২৪ মিনিটে জনবহুল এ শহরের একিউআই স্কোর ছিল ১৮৮, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

universel cardiac hospital

একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকা মানে প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। আর গুরুতর অসুস্থ বা বয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে মারাত্মক।

পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৭৮ ও ১৭৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

সূচকে ৫০-এর নিচে স্কোর থাকলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ স্কোরকে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরা হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

জনবহুল ঢাকায় মূলত নির্মাণকাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে দূষণের মাত্রা বেশি। তবে বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।

শুষ্ক মৌসুমে এই দূষণ চূড়ান্ত মাত্রায় ঠেকে। তারই প্রতিফলন দেখা যায় চলতি বছরের গোড়ার দিকের এক জরিপে। ফেব্রুয়ারির এক দিনের জরিপে দেখা যায়, একিউআই স্কোর ৪১২ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে