রাজধানীর রোকেয়া সরণি অবরোধ, ওয়াসার পানি দাবি

মহানগর প্রতিবেদক

রাজধানীর রোকেয়া সরণি অবরোধ
ছবি : সংগৃহীত

ওয়াসার পানির দাবিতে রাজধানীর বেগম রোকেয়া সরণি  অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা মিছিল নিয়ে শেওড়াপাড়া প্রধান সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে পূর্ব শেওড়াপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া সরণি অবস্থান নেন পূর্ব শেওড়াপাড়া এলাকার বাসিন্দারা। তারা সেখানে ওয়াসার পানির দাবিতে স্লোগান দিতে থাকেন।  এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।

universel cardiac hospital

আন্দোলনকারীরা জানান, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি পাচ্ছেন না বাসিন্দারা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। তাই শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে