বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বিমান
ফাইল ছবি

আট মাস বন্ধ থাকার পর ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত বিমান চলাচল। দুই দেশের মধ্যে বিশেষ ব্যবস্থায় তিন মাসের জন্য সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

universel cardiac hospital

করোনার কারণে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ ব্যবস্থায় চলাচলের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী খুলছে দুই দেশের আকাশ। সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমানসংখ্যক ফ্লাইট ভারত থেকে ঢাকায় আসবে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে