নেতাকর্মীদের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকালে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি একথা বলেন। এর আগে নিক্সন চৌধুরীর আসার খবর শুনে বৃষ্টি উপেক্ষা করেই হাজারো নেতাকর্মী ঈদগাহ মাঠে ভিড় জমান।
নিক্সন চৌধুরী বলেন, আমার রাজনীতি জনগণের জন্য, জনগণের উন্নয়ন ও মূল্যায়ন আমার মূল লক্ষ্য। আমি নির্বাচন কমিশনের পক্ষ হতে আচরণ বিধি ভঙ্গের মামলা খেয়েছি; এর জন্য আমার কোনো ভয় নেই। আমি আমার নেতাকর্মীর জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াতে সবসময় প্রস্তুত আছি।
ফরিদপুর-৪ আসনের জনগণ তাকে ভোট দিয়ে দুইবার এমপি নির্বাচিত করেছেন উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে যেমন রোল মডেল হিসাবে পরিচিতি করিয়েছেন; ঠিক তেমনি তার অনুপ্রেরণায় ফরিদপুর-৪ আসনে প্রতিটি রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভাট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনসহ নানা উন্নয়ন করে বাংলাদেশের মধ্যে ফরিদপুর-৪ আসনকে রোল মডেল হিসাবে রূপ দিয়েছি। সবই সম্ভব হয়েছে জনগণের জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।
এসময় ফরিদপুর-৪ আসনের এই সাংসদ ভাঙ্গা উপজেলার জণগণের ভূমি অধিগ্রহণের বিষয়ে নানা অভিযোগ আর ভোগান্তি তুলে ধরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের দিকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী বলেন, পানামা কেলেঙ্কারিসহ তার নমিনেশন বাণিজ্যের কারণে আওয়ামী লীগকে ধ্বংস করার যে নীল নকশা তিনি করছেন তারও বিচার করতে হবে।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, তুজারপুর ইউপি চেয়ারম্যান বাবু পরিমল দাস, হামেরদী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শামচুল আলম রাসেল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সিসহ প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।