দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

হিলি স্থলবন্দর
ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এসময়ে বন্দরের অভ্যন্তরে আটকে থাকা পণ্য খালাস করতে পারবেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল থেকে ছয় দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ সরদার জানান, ভারতের অভ্যন্তরের প্রধান সড়কগুলোতে প্রতিমা পেন্ডেল করা হয়েছে। তাই ওই দেশের ব্যসায়ীরা এক চিঠির মাধ্যমে হিলি স্থলবন্দর দিয়ে ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। তবে বন্দর অভ্যন্তরের আটকে থাকা পণ্য খালাস করতে পারবেন ব্যবসায়ীরা।

দুর্গাপুজার ছুটি শেষে ২৮ অক্টোবর থেকে এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলেও জানান আব্দুল আজিজ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে