বিটিভিতে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

প্রেসিডেন্টস কাপ
ফাইল ছবি

নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ শুক্রবার ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। বৈরি আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিরোপা নির্ধারণী ম্যাচটি বিসিবির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি দেখাবে। ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

universel cardiac hospital

তিন দলের টুর্নামেন্টে লিগ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে নাজমুল একাদশ। লিগ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও একটিতে হেরেছে নাজমুল একাদশ। অন্যদিকে, মাহমুদউল্লাহ একাদশ দুটি ম্যাচে জয় পায়। টুর্নামেন্টের আরেক দল তামিম একাদশ চার ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে। ফলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

ফাইনালের আগে ফেভারিট নাজমুল একাদশ। কারণ লিগ পর্বে দুবারের দেখায় দুবারই মাহমুদুল্লাহ একাদশকে হারিয়েছে নাজমুল একাদশ।

প্রথম ম্যাচে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ। ৪১.১ ওভারে টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে ম্যাচ জিতে নাজমুল একাদশ। পরের ম্যাচে তামিম একাদশের কাছে ৪২ রানে ম্যাচ হারে নাজমুল একাদশ।

ফিরতি পর্বে, নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরে নাজমুল একাদশ। আফিফ হোসেনের ৯৮ রানের সুবাদে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৮ উইকেটে ২৬৪ রান করে তারা। এবারের টুর্নামেন্টে এটিই সর্বোচ্চ দলীয় রান। পরে বোলারদের নৈপুণ্যে মাহমুদউল্লাহ একাদশকে ১৩৩ রানেই অলআউট করে দেয় নাজমুল একাদশ। এতে ১৩১ রানের বড় জয় পায় নাজমুল একাদশ। বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে হারিয়ে জয় তুলে নেয় নাজমুল একাদশ।

টুর্নামেন্টে মাত্র একবার দলীয়ভাবে ২০০’র বেশি রান করতে পারে মাহমুদউল্লাহ একাদশ। তারপরও ফাইনালের মঞ্চে তারা। লিগ পর্বে তামিম একদশের বিপক্ষেই দুটি জয় ফাইনালে তুলেছে মাহমুদউল্লাহ একাদশকে।

লিগ পর্বের পারফরম্যান্সে এগিয়ে নাজমুল একাদশই। কিন্তু ওয়ানডে ক্রিকেটে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দেয়। এটি বেশ ভালোই জানেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই ফাইনালে জ্বলে উঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে