আফগানিস্তানে তালেবান হামলায় ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান হামলা
ফাইল ছবি

আফগানিস্তানে শান্তি ফেরাতে চলছে আলোচনা। এর মাঝেই শুক্রবার রাতে সেনা ছাউনিতে তালেবানের হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। সেখান থেকে গোলা-বারুদ লুট করা হয়েছে বলেও জানিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের টোলো নিউজ সূত্রে খবর, মধ্যরাতে শাখ-ই-বালা-কাস্ক এলাকার সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় তালেবান। দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ২০ জন আফগান সেনার পাশাপাশি ১২ তালেবান সদস্যও নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

ফারহা প্রদেশের সরকারি কর্মকর্তা দাদুল্লাহ কোয়ানি জানান, সোরে শামলা এলাকায় সেনার সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষ সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। সেই সুয়োগে সেনা ছাউনিতে হামলা করে তালেবান। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

আফগানিস্তানে শান্তি ফেরাতে সেপ্টেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। তবে সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি। এর মধ্যে এই হামলা আলোচনায় বাধা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে