বৃহস্পতিবার থেকে ভারতে নিয়মিত ফ্লাইট চালু করবে বিমান

নিজস্ব প্রতিবেদক

বিমান
ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। পর্যায়ক্রমে বিমান সংস্থাটি আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা– ঢাকা এবং ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিমান আগামী ২৯ অক্টোবর ঢাকা-দিল্লি-ঢাকা, ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে।

সন্মানিত যাত্রীগণ বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

কোভিড-১৯ সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর থেকে দেশটির সঙ্গে এয়ার-বাবল প্রক্রিয়ায় বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী তিন মাস এই বিমান পরিচালিত হবে দুটি দেশের কর্তৃপক্ষের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে