সাকিব ফিরবেন টি-২০ দিয়ে

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান
সাকিব আল হাসান। ফাইল ছবি

তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হয়েছে গতকাল রোববার। এবার পাঁচ দল নিয়ে টি-২০ টুর্নামেন্ট। আগামী মাসে অনুষ্ঠিতব্য এই টি-২০ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান।

২৯ অক্টোবর তার এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। টি-২০ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি। দলের সঙ্গে অনুশীলন করবেন। এর আগে শ্রীলংকা সফর না হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান।

টি-২০ টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না। রোববার ওয়ানডে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘পাঁচ দলের টুর্নামেন্টের জন্য আমরা স্পন্সরের জন্য আবেদন করব। তবে ক্রিকেটার বাছাই ড্রাফটের মাধ্যমে হবে নাকি আমরাই বাছাই করে দেব সেটা এখনও নিশ্চিত হয়নি। স্পন্সরদের আগ্রহের পর নির্ধারণ হবে। আমরা টিম বাড়াচ্ছি। তাতে আরও ৩০ জন নতুন ক্রিকেটার খেলার সুযোগ পাবে।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে দেখতে চেয়েছি কীভাবে সিরিজ আয়োজন করতে পারি। কী কী সমস্যা হতে পারে। ক্রিকেটারদের অনেক ইতিবাচক ঘটনা রয়েছে। তাসকিন, রুবেল হোসেনরা দারুণভাবে ফিরেছে। এছাড়া কিছু তরুণ ক্রিকেটার ভালো করেছে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে