খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

রেল যোগাযোগ
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোরের নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ দুটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

universel cardiac hospital

সংশ্লিষ্ট স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ায় বিপুল ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাত থেকেই রেল উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

চালকের অসর্তকতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে