তিন কার্যদিবসেই মাদক মামলার রায়, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

তিন কার্যদিবসেই মাদক মামলার রায়
ছবি : সংগৃহীত

মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে সম্রাট নামে এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদা‌য়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই রায় ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো. আতিকুস সামাদ।

universel cardiac hospital

দণ্ডপ্রাপ্ত আসামি হ‌লেন লবণচরা থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সম্রাট। ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা করেন, যার নং-১৩।

চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সাহারা ইরানী পিয়া। আসামি পক্ষে ছিলেন এড. সরদার ইয়াছির আরাফাত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে