ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, যুক্তরাষ্ট্রে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু
ছবি : ইন্টারনেট

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় দেশটির ফিলাডেলফিয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। সোমবার এই ঘটনা ঘটার পর মঙ্গলবার রাতেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধরা।

উত্তেজনা কমাতে এবং বিক্ষোভ দমাতে সেখানে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০ পুলিশ আহত হয়েছেন। খবর এএফপির।

বিক্ষোভ থেকে প্রথম দিনে অন্তত ৯০ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার পুলিশের গুলিতে ওয়াল্টার ওয়ালেস নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। পুলিশের দাবি, তার হাতে ধারালো অস্ত্র ছিল। তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি।

ওয়ালেসের পরিবার জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওয়ালেস। শহরটির মেয়র জিম কেনি বলেছেন, এই ঘটনা আবারো এক কঠিন প্রশ্নকে সামনে এনেছে যার জবাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে