যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় লক্ষাধিক আক্রান্ত, মৃত্যু ১২০১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি। সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মেতে রয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে। চার বছরের জন্য দেশটির মসনদে কে বসছেন সেটি নিয়ে তীব্র উত্তেজনা চলছে। এরই মধ্যে একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক লোক আক্রান্ত এবং সহস্রাধিক লোকের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ১২০১ জনের।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জনের। সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯২ হাজার ১৯ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩৫৪ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭২১ জন। মৃত্যু হয়েছে এক কোটি ২৩ লাখ ৭৫৩ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২১৬ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে