তিন রাজ্যে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমছে

আন্তর্জাতিক ডেস্ক

জো বাইডেন
জো বাইডেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যের ভোট গণনা এখনো বাকি আছে। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

তবে ভোট গণনা শেষ দিকে এগুচ্ছে। যে চারটি রাজ্যে ভোট গণনা সক্রিয়ভাবে চলছে, তাদের বর্তমান অবস্থা কি? নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তিনটি  রাজ্যে বাইডেনে উন্নতি ঘটেছে।

আলাস্কা ও নর্থ ক্যারোলাইনার ভোট গণনার হালনাগাদ তথ্য আগামী সপ্তাহের আগে পাওয়া সম্ভব হবে না।

অ্যারিজোনা

রাজ্যটির ম্যারিকোপা ও পিমা কাউন্টিতে নতুনভাবে ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ৪৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

জর্জিয়া

ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যটিতে এগিয়ে আছেন । দিনের শুরুতে ১৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও এখন বাইডেনের চেয়ে মাত্র ১ হাজার ৯০২ ভোটে এগিয়ে তিনি।

নেভাদা

রাজ্যটিতে ভোটের ব্যবধান কমিয়ে আনার প্রত্যাশা ছিল ট্রাম্পের। কিন্তু তা আরও বাড়ছে। ব্যবধান আট হাজার থেকে বেড়ে তা ১১ হাজারে পৌঁছেছে।

পেনসিলভেনিয়া

দিনের শুরুতে এক লাখ ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ব্যবধান কমে এখন ২৩ হাজারে পৌঁছাল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে