ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সজিবুল হুদা

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভা অনুষ্ঠিত
ছবি: মোহাম্মদ সজিবুল হুদা

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ‘সুরমা হলে’ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভা। ছবি: মোহাম্মদ সজিবুল হুদা।

সভায় উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজ এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত বিষয়গুলোর অনুমোদন দেওয়া হয়ঃ-

১. বিশ্ববিদ্যালয়ের চাকুরি বিধিমালা, ২০২০ খসড়া;
২. বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য বিধিমালা, ২০২০ খসড়া ;
৩. বিশ্ববিদ্যালয়ের বেতনকাঠামো বিধিমালা, ২০২০ খসড়া ;
৪. সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অনুমোদন।

এছাড়াও বিশেষ এ সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনাসহ স্প্রিং সেশন ২০২১ এর ভর্তি, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ এবং স্বাধীনতার পঞ্চাশ বছরপুর্তিকে সামনে রেখে ২০২১ সালের ক্যালেন্ডার তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভা। ছবি: মোহাম্মদ সজিবুল হুদা।

বোর্ড অব ট্রাস্টিজ এর এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, সম্মানিত উপদেষ্টা ট্রাস্টি প্রফেসর ড. এম আনোয়ার হোসেন, মো. আলমগীর মিয়া, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রফেসর এম শফিকুল ইসলাম, আবু মুছা আনছারী, এহতেশামুল বারী (তানজিল), মাহমুদুল হক, আক্তারুজ্জামান, ডা. আশফাকউদ্দিন, ইয়াসিন খান ও ডেপুটি রেজিস্ট্রার এস এম শফিকুল ইসলাম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে