ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের রাজ্যে আমাদের ভোট বৃদ্ধি পাওয়ায় আমরা জয়ী হতে যাচ্ছি। যদিও মার্কিন নির্বাচনের ফল এখনো ঘোষণা করা হয়নি তবুও বাইডেনই যে প্রেসিডেন্ট হচ্ছেন তা এখন অনেকটাই স্পষ্ট। খবর রয়টার্সের
শুক্রবার বাইডেন বলেন, সংখ্যাগুলো আমাদের বলছে….এটি এখন স্পষ্ট এবং দৃঢ় বিশ্বাসের গল্প: আমরা এই প্রতিযোগিতায় জিততে যাচ্ছি।
হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নেয়ার আগেই রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান বাইডেন।
বাইডেনের ভাষণটি মূলত বিজয় উদযাপনের পরিকল্পনার অংশ ছিল। তবে এখনো তাকে বিজয়ী ঘোষণা না করায় তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
তবে ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার পরও হাল ছাড়তে নারাজ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, জো বাইডেন যেন ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত বিজয়ী ঘোষণা না করেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচন এমন প্রতিদ্বন্দ্বিতার কখনো হয়নি। এমন ঝুলে থাকা অবস্থায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন কাটাতে হবে বলে মনে করা হচ্ছে।