টি-টোয়েন্টি সিরিজ : বাবরের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

বাবর আজম
বাবর আজম। ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। জয়ে বড় অবদান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের। ৫৫ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি।

এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

বাবর আজম ছাড়াও ভালো ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ। ৩২ বলে ৩৬ রান করেন তিনি। ১২ বলে ১৯ করেন ফখর জামান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লিজিং মুজারাবানি ২টি, সাতারা ১টি ও এনগ্রাভা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। সফরকারী দলের ব্যাটসম্যান ওয়েসলে মাধিভিরে ৪৮ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ২১ রান করেন এলটন চিগুম্বুরা। ১৩ বলে ২০ রান করেন ব্রেন্ডন টেইলর। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে