বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ আল খলিফার জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক

শেখ খলিফা বিন সালমান আল খলিফা
ফাইল ছবি

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মৃত্যুবরণ করেছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা দেশটির রাজপরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বাহরাইনের ক্ষমতার কেন্দ্রে ছিলেন তিনি ।

universel cardiac hospital

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ খলিফার জীবনাবসান হয়। প্রধানমন্ত্রীর মৃত্যুতে ঘোষিত শোকের অংশ হিসেবে এক সপ্তাহ দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর বন্ধ থাকবে। এ আদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ শেষ হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। শোক সপ্তাহ পালনকালে দেশটির সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানরা প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে