মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞানে মনোযোগী হওয়া প্রয়োজন: মোকতাদির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মোকতাদির চৌধুরী এমপি

রাজধানী ঢাকার মুগদায় জামিয়া মাদানিয়া মাদরাসার শারিয়া অনুষদের জন্য নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় বক্তৃতাকালে মোকতাদির চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের তাফসীর হাদীস ও ফেকার পাশাপাশি বিজ্ঞানে মনোযোগী হওয়া প্রয়োজন। ইবনে খালদুন, আল বেরুনী, ইবনে সিনা ,ওমর খৈয়ামসহ পৃথিবীখ্যাত মুসলিম বিজ্ঞানীদের শূন্যতা পূরণ করা প্রয়োজন। প্রচন্ড মেধাবী কওমি শিক্ষার্থীরাই পারে জাতির এই শূন্যতা পূরণ করতে। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং হায়াতুল উলিয়া নেতৃবৃন্দের কাছে তিনি মাদ্রাসা সিলেবাসে বিজ্ঞান অন্তর্ভুক্তির আবেদন জানান।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

প্রধান অতিথির ভাষণে ফজলে নূর তাপস বলেন, আমরা পারিবারিকভাবেই দিন ধর্ম ইসলামের খেদমতের জন্য অনুপ্রাণিত হয়ে আসছি। ধর্মীয় শিক্ষা, সততা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এখন গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র তীব্র নিন্দা জ্ঞাপন করে তিনি বলেন, আমাদের শুধু ব্যঙ্গ চিত্রের জন্য মিছিল-সমাবেশ করলেই হবে না, বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও বিজ্ঞান ভিত্তিক চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

জামিয়া মাদানিয়ার সফলতা কামনা করে তাপস বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেক্টরে কাজের অফুরন্ত সুযোগ রয়েছে। হালাল হারাম স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ব্যাংকিং সেক্টরে আলেমদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, মাদরাসার শিক্ষা সিলেবাস এর আধুনিকায়ন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে যাত্রা শুরু করেছে জামিয়া মাদানিয়া মাদ্রাসা। এই জনপদে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শুভেচ্ছা বক্তব্য জামাল উদ্দিন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে