হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরী নির্ধারণে কেন্দ্রীয় সম্মেলন করছেন সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাটহাজারীর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় এ সম্মেলন (কাউন্সিল) শুরু হয়েছে।
আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর কওমি অঙ্গনের শীর্ষ সংগঠন হেফাজতের প্রথম কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে সারাদেশের কওমি অঙ্গনের ৩৭০ জন শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন। তারাই এখন মাদরাসার শিক্ষাভবনে আল্লামা আহমদ শফীর উত্তরসূরী নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছেন।
সম্মেলনে সভাপতিত্ব করছেন সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। আজকের সম্মেলনে সংগঠনটির ব্যাপক রদবদলের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে হেফাজতের আজকের এই সম্মেলনের বিরোধিতা করছে হেফাজতের আল্লামা শফীপন্থীরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এই সম্মেলনের বিরোধিতা করে বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী।