গুলশান মিরপুর ও আগারগাঁওয়ে বিদ্যুৎ বন্ধ

মহানগর প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

উপকেন্দ্র মেরামত কাজের জন্য রাজধানীর গুলশান, মিরপুর ও আগারগাঁওয়ের বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

universel cardiac hospital

এদিন আগারগাঁওয়ের নতুন উপকেন্দ্র, মিরপুর ডিওএইচএস উপকেন্দ্র, গুলশান-১ উপকেন্দ্রে এবং দক্ষিণখান উপকেন্দ্রের মেরামত কাজে হাত দিয়েছে ডেসকো। 

ফলে মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক, কয়েকটি রোডে বিদ্যুৎ বন্ধ।

এছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নেই।

ঢাকার উত্তরাংশের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো এ মাসের পুরোটা সময় ধরে তাদের উপকেন্দ্রগুলো মেরামত করবে। ফলে নভেম্বর মাসে প্রতিটি উপকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় পালাক্রমে দৈনিক আট ঘণ্টা করে বিদ্যুৎবিহীন থাকতে হবে গ্রাহকদের।

চলতি মাসের শুরুতে প্রত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দেয় ডেসকো। কোথায় কবে বন্ধ থাকবে, তাও জানিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে