আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ফাইল ছবি

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি করার পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ (এনএসএস)। 

অবৈধভাবে ক্ষমতা দখল করতে একটি চক্র ওই হত্যার ষড়যন্ত্র করে বলে জানিয়েছে এনএসএস। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে শনিবার এনএসএস জানায়, জাতীয় নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আর্তার ভ্যানেৎসিয়ান, বিপালিকান পার্টির সাবেক সংসদীয় নেতা ভাহরাম বাগদাসারিয়ান ও যুদ্ধে স্বেচ্ছায় অংশগ্রহণ করা আশোত মিনাসাসায়ানকে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

ছয় সপ্তাহ যুদ্ধের পর আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির হয়। এর পর গত মঙ্গলবার থেকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

কারাবাখ অঞ্চলটি নিয়ে গত তিন দশক ধরে আজারবাইজানের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে আর্মেনিয়ার। গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যা চলে ছয় সপ্তাহব্যাপী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে